সুভাস দাস (পটুয়াখালী) জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” স্লোগানে
দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
১০ই মার্চ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে একটি দুর্যোগ প্রস্তুতি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এর আয়োজনে আলোচনা সভা করা হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিদ চন্দ্র দাশ এর সভাপতিত্বে, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা প্রকৌশলী (এলজিডি) মোঃ হাবিবুর রহমান, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, রাঙ্গাবালী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মান্নান, সিপিপির রাঙ্গাবালী সদর ইউনিয়নের টিম লিডার শফিকুল আজম মুকুল সহ উপজেলার সকল কর্মকর্তা ও সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন।