সেপাল নাথ:
পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অতিরিক্ত পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টা ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান পুরো রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ করেন প্রশাসনের অন্যন্য কর্মকর্তা সহ আনসার সদস্যর একদল টিম।