বরগুনা জেলা প্রতিনিধি:
গত ৭ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে বরগুনা জেলা বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ গ্রামের নরেন চন্দ্র গাইনের ছেলে কোয়েল কৃষ্ণ গাইন (৩০) কে জিজিয়া করের দাবিতে কাজিরাবাদ গ্রামের সমীর সিকদার বাড়ির সামনে কুপিয়ে হত্যা চেষ্টা করে একই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সালেহ (৩০) এবং আব্দুল হামেদের ছেলে তামিম (২৫)।
কোয়েল কৃষ্ণ গাইনের কাছে আবু সালেহ এবং তামিম প্রথমে টাকা (জিজিয়া কর) চান। কেন টাকা (জিজিয়া কর) দিতে হবে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা (জিজিয়া কর) দিতে হবে’।
চাঁদা (জিজিয়া কর) না দেওয়ায় তারা উত্তেজিত হয়ে কোয়েলকে কিল ঘুষি মারেন। একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা চেষ্টা করে।
তাদের হুমকি-ধমকি, অত্যাচারে গ্রামের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা ষাটোর্ধ সমীর চন্দ্র সিকাদার।