দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলার কালিহাতী প্রেসক্লাবে রশিদ আহাম্মদ আব্বাসীকে আহবায়ক ও মনিরুজ্জামান মতিনকে যুগ্মআহবায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৫ মার্চ বুধবার বিকালে মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে প্রেসক্লাবের ২৬ ফেব্রয়ারির বিশেষ সাধারন সভার মুলতবি সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যকরি কমিটি বিলুপ্ত করে ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন ওই আহবায়ক কমিটি গঠন করা হয়।
ওই কমিটির অপর যুগ্ম আহবায়ক হচ্ছেন,এম, এম হেলাল বাদশা ( দৈনিক সংগ্রাম)আনিছুর রহমান শেলী (দৈনিক স্বাধীন মত)মনির হোসেন ( )সোহেল রানা( দৈনিক মজলুমের কন্ঠ) শরিফুল ইসলাম (দৈনিক সংবাদ)জাহাঙ্গীর আলম (টাঙ্গাইল প্রতিদিন)
কার্যকরি সদস্যরা হচ্ছেন, দুলাল হোসেন রানা,দাস পবিত্র,মীর আনোয়ার হোসেন,সাব্বির আহমেদ আব্বাসী,সুমন ঘোষ,মাসুদুর রহমান মিলন ও মিজানুর রহমান শামীম।
আহবায়ক কমিটি ঘোষণার পরে নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্যরা কালিহাতী প্রেসক্লাবের সদস্যদেরকে নিয়ে ইফতার মাহফিলে মিলিত হন।
ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ ও কালিহাতী প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।