আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :
বিস্তারিত স্থানীয় তথ্যের/অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে ফসলি মাঠ সংলগ্ন এলাকায় ০১ টি ভেক্যু অবস্থান করতে দেখা যায়। আশেপাশের মাঠ পর্যবেক্ষণ করে মাটি উত্তোলনের আলামত পাওয়া যায়। তবে এ সময় কোন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। তাতক্ষণিকভাবে ভেক্যুটি অচল করে দেওয়া হয়েছে। ফসলি জমিরক্ষার্থে অভিযান অভ্যহত রহিয়াছে।