ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে চাঞ্চল্যকর ব্যবসায়ী উবাইদুল্লাহ হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
admin
মার্চ ২, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর উবাইদুল্লাহ হক পাইলট (৪০) নামে চাল ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান হুতা শাহাদাৎ হোসেনকে গ্রফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আজ রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা মাছিমপুর গ্রামের তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে শাহাদাৎ। সে জবানবন্দিতে তার সহযোগী হিসেবে আরও তিনজনের নাম উল্লেখ করেছেন।

গত ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে পাইলট চালের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি বাজরা এলাকায় তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরেরদিন বৃহস্পতিবার নিহতের মা মোছ. আঙ্গুরা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০।

এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, হত্যা মামলাটি সম্পূর্ণ একটি ক্লু-লেস ঘটনা। ঘটনার পর তথ্য প্রযুক্তি সহায়তায় ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আমরা মামলার প্রধান আসামিকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলমান আছে।

Don`t copy text!