ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল’র উদ্যোগে সার,কীটনাশক, শিক্ষা বৃত্তি ও ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কমল পাটোয়ারী,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড শিকার জনার্দ্দনপুর গ্রামে ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল এর উদ্যোগে ৬৫ জন কৃষকের মাঝে সার,কীটনাশক,৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ০১ মার্চ সকাল ১০টায় হাজী নুরুল আলম অবঃ সেনা কর্মকর্তার সভাপতিত্বে, মোঃ হানিফ মিঝির সন্চালনায় প্রধান পৃষ্ঠপোষকের নিজ বাড়ির আঙ্গিনায় সার,কীটনাশক, শিক্ষা বৃত্তি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক নুরুল আলম ভারপ্রাপ্ত সভাপতি মিরসরাই প্রেসক্লাব।মূল প্রাতিপাদ্য বিষয় উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সদস্য মোহাং হারুন রশীদ।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং মিরসরাই ফোরাম ঢাকার যুগ্ম সম্পাদক ও একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক জনাব দিদারুল আলম শামীম শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন।
আরো উপস্থিত ছিলেন মোঃ আব্বাস উদ্দিন সহকারী শিক্ষক তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা, মাস্টার হারুন রশীদ সহকারী শিক্ষক জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় ও দাউদুল ইসলাম মিশন।
প্রধান পৃষ্ঠপোষক দিদারুল আলম শামীম বলেন, ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব সময় পাশে আছে এবং থাকবে। কৃষকদের উৎপাদন মুখী করা,বেকার যুবকদের কারিগরি শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করা এবংদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায় এবং নিজেদের জীবনে সফল হতে পারে সেইজন্য এমন উদ্যোগ। কন্যা দায়গ্রস্ত পিতাকে মেয়ের বিয়ের খরচ, অসুস্থ্যদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, বিনা সুধে ঋন প্রদান করে ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টি করা হবে। সারাদিন রোজা রাখা গ্রামের হতদরিদ্র মানুষগুলোর মুখে সামান্য ইফতার তুলে দিতে এমন উদ্যোগে নেয়া হয়।সবশেষে তিনি ভবিষ্যতেও এরকম জনকল্যাণমুখী উদ্যোগ নেয়া হবে জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সকলের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!