ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে প্রবাসী ব্যবসায়ী হাজী শামসুল আলম মৃতদেহ আগামীকাল দেশে পৌঁছবেন।

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সনজিত কুমার শীল,আরব আমিরাত।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপশহর বানিয়াছের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল আলম (৭১) মৃতদেহ বাংলাদেশ বিমান BG 128 যোগে আগামীকাল সকালে পৌঁছানোর কথা রয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারী (রবিবার ) আমিরাত সময় সাড়ে ১১ টার দিকে আবুধাবীর মাফরাক তথা শেখ বুথ হসপিটালে অসুস্থ জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছোট ভাই ইউএই প্রবাসী, রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর স্ট্যান্ডিং কমিটি ফর পাবলিক ইমেজের চেয়ারম্যান, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কয়দিন ধরে হার্ট, কিডনিসহ নানান শারিরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ এশা আবুধাবি সেন্ট্রাল মর্গে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। আগামীকাল বেলা দুই টায় স্থানীয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি আরো জানান, বিগত ৩৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসের কর্মজীবনে নানান ব্যবসায়ে জড়িত ছিলেন।
নিহত হাজী শামসুল আলম রাউজান উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ৬ ওয়ার্ডের গুরা মিয়া সওদাগরের ছেলে। বানিয়াছ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অনেক গুণীগ্রাহী রেখে যান।
প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশের মৃত্যুতে রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিবার, প্রবাসী সাংবাদিক সমিতি, সার্ক সাংবাদিক ফোরাম, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এবং রাউজান প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শোক জ্ঞাপন করা হয়। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

Don`t copy text!