ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে, পৌরসাভার ০১ নং ওয়ার্ডে ১লা মার্চ শনিবার সকাল ১১টায় কাটলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ফখরউদ্দিন।
এসময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাতেন, প্রবাসী সোহেল ফকির, কাটলিপাড়া ভুঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম আঃসাত্তার প্রমুখ।
বক্তা বলেন, প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের যে সকল ভাইয়েরা পরিবার পরিজন দেশে রেখে প্রবাসে অর্থ উপার্জনের জন্য আছি। তারা সবাই পরিবারের সাথে আনন্দ থেকে বঞ্চিত। তাই আমরা ফাউন্ডেশন এর মাধ্যমে সবার সাথে আনন্দটা ভাগ করে নেওয়ার জন্যই এই আয়োজন।
উপকারভোগীরা বলেন বিদেশে থাক্ক্যা আমরার লাইগ্যা রোজার পইলাই সেমাই, মুড়ি বুট, চিনি, পেয়াজ, আলু,খেজুর,সাবান,তেল দিছে। বেহের লাইগ্যা দোআ করি আল্লাহ ভালা রাখুক।
জানা যায় প্রবাসি কল্যাণ বন্ধন ফাউন্ডেশন এলাকার দরিদ্র ও হতদরিদ্রদের সহযোগিতা করে আসছে।