মোঃ জাবেদ আহমেদ জীবন, নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুরে মনি চৌধুরী(২২) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত মনি চৌধুরী একই গ্রামের মহাব্বত চৌধুরীর মেয়ে ও মো. ফারুক মিয়ার সন্তান মো. মেহেদীর (২৪) স্ত্রী। মৃত মনি চৌধুরীর বাবা মহাব্বত চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন। মৃত মনি চৌধুরীর গলায় দাগ আছে। সরজমিনে গিয়ে জানা যায়, মনি চৌধুরীর স্বামীর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। এ সময় তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মহাব্বত চৌধুরী বলেন, আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।