হোসেন গাজী, হাইমচর চাঁদপুর
চাঁদপুর সদরের মদনা দরবার শরীফের পীর সাহেব মরহুম মাওলানা মোক্তার আহমেদ এর জ্যেষ্ঠ পুত্র এ এইচ মোঃ ফারুকের সুযোগ্য সন্তান চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শাহ মোঃ আবু জাফরের ফ্রিডম ল হাউস এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বাদ জুমা সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের পূর্ব মাথায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন এই দোয়া আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মোঃ সাইফুল মোল্লা, অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম ফয়সাল, এডভোকেট মোঃ মাসুম বিল্লাহ, এডভোকেট আরিফ মাহমুদ, এডভোকেট শাহরিয়ার ইসলাম শাওনসহ রাজনীতিবিদ ব্যবসায়ী ও সুধী মহল উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আল-আমিন।
ফ্রিডম লোহাউজের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট শাহ মোঃ আবু জাফর বলেন, গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান এবং স্বল্প সময়ে এবং স্বল্প খরচে সব ধরনের আইনগত সহায়তায় মানুষের পাশে থাকবো।