শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাগ্যকুলের উত্তর কামারগাঁও আলেমননেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও সাংবাদিক অধীর রাজবংশী দিনব্যাপী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন।
আলেমননেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে স্কুল তত্ত্বাবধায়ক ও শফিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে ছাত্রছত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো.আব্দুল্লাহ।প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও থানা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃর্ধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সা. সম্পাদক হাফিজুল ইসলাম খান,যুগ্ম সা. সম্পাদক এডভোকেট রফিকুল আমিন খান, জহিরুল ইসলাম মামুন, শহিদুল ইসলাম কাড়াল সহ বিদ্যালয়ের অধ্যক্ষ ইউসুফ আলীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।