জমকালো আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর অভিষেক সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরা ত ভিত্তিক অরাজনৈতিক ও মানববিক সংগঠন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর ২০২৫-২৭ কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজ নের মধ্যদিয়ে জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আমিরাতের আজমান প্রদেশের আল হেলিও এলাকার আল শামসি ফার্ম হাউজে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রবাসী মীরসরাইবাসীসহ প্রায় দেড় হাজার প্রবাসী স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ছালাহ উদ্দিন হেলাল সাইফুল ইসলাম (সাইফ) এর সঞ্চালনায় আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল আনোয়ারকে সভাপতি ও সাইফুল ইসলাম (সাইফ) কে সাধারণ সম্পাদক,নুর উদ্দিন আসিফ’কে সাংগঠনিক সম্পাদক করে ১৯৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি
নাম ঘোষণা করা হয়।
সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে ৬ সদদ্যা বিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটি নির্বাচিত করা হয়।অন্যদিকে প্রতিষ্টতা সভাপতি মাজহারউল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ২২ জনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল আলাম,সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান,উপদেষ্টা জি এস গিয়াস, এম মোরশেদ, মোঃ সাঈদ,আব্দুল কাইয়ুম,পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম সহ আরো অনেক।
জমকালো এই আয়োজনে মীরসরাইয়ের প্রায় দেড় হাজার প্রবাসী ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল প্রীতিভোজ,বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা এবং জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
আলোচনা সভায় বক্তারা মীরসরাই সমিতির মানবক ল্যাণমূলক ভূমিকা তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রবাসী মীরসরাইবাসীদের সহযোগিতা ও অংশগ্রহণে সফল এই অনুষ্ঠানটি মীরসরাই সমিতির সাংগঠনিক শক্তির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।