ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৫শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুস্থ সুন্দর সুচারু ভাবে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজন সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর কে.এ. ডিজাইন ওয়্যার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন পলাশ।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শাহাদাৎ মিয়াজী।

উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা শান্তা মারিয়ান ইউনির্ভাসিটি সহযোগী অধ্যাপক ফায়কুজ্জামান বাদশাহ্।

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন এর পরিচালনায়
প্রধান বক্তার বক্তব্য রাখেন নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান খান, হাইমচর সরকারি মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ আঃ রহমাদ হামিদী, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, দুবাই প্রবাসী ও সমাজসেবক আবদুল হামিদ পাটওয়ারী।

অতিথিবৃন্দ দের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ মাস্টার, ঢাকা জেলা দায়রাজজ পিপি মোঃ বিল্লাল হোসেন, কার্যকারী কমিটির সদস্য জিল্লুর রহমান জুয়েল, এ.কে আজাদ।

গুণীজনের মধ্যে থেকে বক্তব্য রাখেন হাইমচর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ মিয়া, মোঃ আবুল খায়ের, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, ১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ মোক্তার আহমেদ ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যকারী কমিটির সদস্য জিলানী মুন্সি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, বিশিষ্ট অতিথি ইউসুফ মিয়া।

আরও উপস্থিত ছিলেন, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীস চন্দ্র বাইন, অন্যান্য শিক্ষকদের মধ্যে শামীম খান, আব্দুল বাতেন, ইউনুস মিয়া, লোকমান মাস্টার, মামুন খান, আব্দুর রহিম সহ বিভিন্ন স্কুল, মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষক এবং অভিভাবক বৃন্দ।

ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাইমচর উপজেলার ৭২ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এবং হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, উপজেলার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১৬ নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ওমর ফারুক। ও গীতা থেকে পাঠ করেন ৫নং খুদিয়া বাজাপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সরকার।

Don`t copy text!