নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এমএইচ গ্লেবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও সোনাইমুড়ী আইডিয়াল স্কুল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ৭৬ ও সোনাইমুড়ী আইডিয়াল স্কুল ৭৯.৫ স্কোর অর্জন করে।
ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আমিরাবদ স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলার সভাপতিত্বে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নাছেরের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা শাহাদাত হোসেন, ম্যানেজার বিল্লাহ হোসেনসহ কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে সোনাইমুড়ী ও চাটখিল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাউন্ডেশনটি সামাজিক ও মানবিক কাজের মধ্যে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা এবং এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলাকে ২০৪০ সালের মধ্যে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সোনাইমুড়ি এবং চাটখীল উপজেলা ব্যেপী শিক্ষাবৃত্তিক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ এবং আগামীর বাংলাদেশ বিনিম্মানে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে বলে ফাউন্ডশনের প্রধান উপদেষ্টা এবং এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া মনে করেন। অতি সাম্প্রতিক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সিঙ্গাপুরের মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে বাংলাদেশ সম্পর্কে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।