মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দদের অংশগ্রহণে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি ভোরে বালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রবাতফেরী নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুস্পস্তবক অর্পণ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে মহান একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারীর সার্বিক পরিচালনায় শিক্ষক মন্ডলীর সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন কাজী, বালিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লা খান, সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ ফারুক, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ বাদল, বালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।