উত্তরগাঁও যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ
তন্তরে উত্তর গাঁও যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের উত্তর গাও জান্নাতুল বাকী কবরবাসীর মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার উত্তর গাও যুব সমাজের সার্বিক পরিচালনায় বাদ আসর উত্তর গাও জান্নাতুল বাকী ঈদগাহ ময়দানে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর গাও মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি রাকিবুল হাসান ওসমান এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নূর হোসাইন নূরানী(পীর সাহেব মুন্সীগঞ্জ)বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করেন আরমানি টোলা জামে মসজিদের খতিব ও বড় কাটারা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওঃমুফতি আবুল খায়ের বিক্রমপুরী(দাঃবা),সোনারং মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ ফরাজী,
উত্তর গাঁও দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ মাসুম।
ওয়াজ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।