মোঃ হোসেন গাজী,চাঁদপুর হাইমচর
চাঁদপুরের হাইমচরে মানবিক কল্যানে নিয়োজিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “নবীন সমাজকল্যাণ পরিষদের” উদ্যোগে অসহায় ব্যাক্তীর চিকিৎসায় অস্বচ্ছল পরিবারের সহযোগীতায় সেলাইমেশিন প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারী বিকালে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ঢেলের বাজার সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবীন সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সংগঠনে কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা পরিচালক মনির হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক আরিফ বেপারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী বিল্লাল আখন, বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক শাকিল ঢালি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু জাফর ভূইয়া, সদস্য আরিফ সাঈদীসহ আরো অনেকে।
নবীন সমাজকল্যাণ পরিষদ তারুণ্যে উদ্ভাসিত আর্থ-সামাজিক উন্নয়নে সম্প্রীতির বন্ধন এই স্লোগান নিয়ে গত ২০১৫ সালে একঝাঁক তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মানবতার কল্যাণে সেবাবমূলক নানা কর্মসুচি পালন করে হাইমচর উজেলা ছাড়িয়ে বিভিন্ন স্থানে সুপরিচিত হয়েছে। নবীন সমাজকল্যাণ পরিষদ ভবিষ্যৎ অসহায় মানুষের সহযোগিতা, গরিব দুস্থ শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতা, যুব সমাজ কে মাদক থেকে বিরত রাখতে খেলাদুলার আয়োজন, বিভন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সহায়তা প্রদানসহ নানা কর্মসুচি পালন করে আসছে। ভবিষ্যৎ এধরণের কার্যক্রম অব্যহত রাখতে সংগঠনের পক্ষ থেকে সকলের সুপরামর্শ কামনা করেন।