রকি সাহা :চাঁদপুর।
ডেসটিনি গ্রুপের কর্নধার ডঃ মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইনের সদ্যকারা মুক্তি ও তাদের শারীরিক সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা দৈনিক ডেসটিনির আয়োজনে এক
দোয়া ও প্রার্থনা বিকাল ৩ টায় দৈনিক আদি বাংলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
দৈনিক ডেসটিনির জেলা কো-অর্ডিনেটর ও ডেসটিনি ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুমন কুমার দত্তের সভাপতিত্বে এবং ডেসটিনি ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজনের সঞ্চালনায় উক্ত দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেসটিনি ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আকতার হোসেন, দৈনিক ডেসটিনি শাহরাস্তি প্রতিনিধি এবং ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর শাহরাস্তি উপজেলা আহবায়ক
রকি চন্দ্র সাহা, দৈনিক ডেসটিনি ফরিদগঞ্জ প্রতিনিধি মনসুর আহমেদ, দৈনিক ডেসটিনি হাজিগঞ্জ প্রতিনিধি শাহ্ আলম চৌধুরী, ডেসটিনি ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম বিভাগীয় কমিটির সদস্য এশাদুজ্জামান খান নিয়ন ও ডেসটিনির ডিস্ট্রিবিউটর আতিকুর রহমান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালানা করেন ডেসটিনি ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম সদর থানা কমিটির সদস্য মাও: মো: সিব্বির আহমেদ।