ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শ্রুতিনন্দন সংগীত নিকেতনের বর্ষপূর্তিতে সঙ্গীতানুষ্ঠান

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
গত ৮ই ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৫ঃ৩০টায় চট্টগ্রামস্থ বাগীশিক মিলনায়তনে অনুষ্ঠিত হয় শ্রুতিনন্দন সংগীত নিকেতনের এক বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানটি ছিল শ্রুতিনন্দন সংগীত নিকেতনের বর্ষপূর্তির উপলক্ষে, যেখানে একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা বিশিষ্ট অতিথি এবং সংগীতপ্রেমী মানুষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিরশ্মি’র পরিচালক এবং টিভিশিল্পী অধ্যাপক মহাদেব ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রুতিনন্দন সংগীত নিকেতনের সভাপতি অধ্যাপক শিপন চন্দ্র নাথ, এবং বিশেষ অতিথি ছিলেন উদীচী চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ চন্দন দাশ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাচিকশিল্পী প্রণব চৌধুরী এবং রাহেলা বেগম। শ্রুতিনন্দন সংগীত নিকেতনের পরিচালক রুপম কুমার নাথ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। নৃত্য পরিচালনায় ছিলেন অদ্বিতীয়া দেবী এবং সংগীত পরিচালনায় ছিলেন রুপম কুমার নাথ।
অনুষ্ঠানের একক সংগীত অংশে শ্রুতিনন্দনের শিক্ষার্থীরা বিভিন্ন বাংলা গান পরিবেশন করেন। তিথি গাইতে থাকেন ‘ফুলে ফুলে ঢলে’, রাজনন্দীনি গাইতে থাকেন ‘এদিন আজি কোন ঘরে গোকুলে দিল’। তৃষা চক্রবর্তী গাইতে থাকেন ‘আয় তবে সহচরী’, হৃদিতা পরিবেশন করেন ‘আমরা সবাই রাজা’। চাঁদ মজুমদার পরিবেশন করেন ‘ওদের সাথে মিলাও যারা চড়াই তোমার ধেনু’।
এছাড়া, লিয়ন পালিত গাইতে থাকেন ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’, অরিজিৎ দাশ পরিবেশন করেন ‘সারা জীবন দিল আলো’। তন্ময় পাল গাইতে থাকেন ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’। বিজয় পরিবেশন করেন ‘জোনাকী কি সুখে ঐ ডানা দুটি মেলেছ’, শ্রাবণ দেবনাথ গাইতে থাকেন ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’।
অনুষ্ঠানের মধ্যে আরও গান পরিবেশন করেন রাজসী সেন, অপূর্ব দে, ঋদ্ধি, মৌ বড়ুয়া, আদিত্য, ইতিমণি আচার্য্য, তমা চৌধুরী, অংকিত নাথ, অভয়া দেব, তৃধা মহাজন, অংকন বিশ্বাস, শুভ্রা ভট্টাচার্য্য, আরাধ্যা দেব, তন্দ্রা, অশ্রি, যুথী, পুণম, এবং আরও অনেক ছাত্র-ছাত্রী।
দলীয় গান পরিবেশনে অংশগ্রহণ করেন শ্রুতিনন্দন সংগীত নিকেতনের অগ্রজ ও অনুজ শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথি সংগঠন রবিরশ্মি’র শিল্পীবৃন্দ এবং উদীচী চট্টগ্রাম শাখার শিল্পীবৃন্দ। দলীয় গানগুলোর মধ্যে ছিল বিভিন্ন প্রান্তের সুর, রাগ ও ঢং যা শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অদ্বিতীয়া নৃত্যাঙ্গন একাডেমির শিল্পীবৃন্দ, যেখানে চমৎকারভাবে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী অদ্বিতীয়া দেবী। অনুষ্ঠানে প্রথাগত নৃত্য ও আধুনিক নৃত্যের সমন্বয়ে এক নতুন শৈলী উপস্থাপন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
শ্রুতিনন্দন সংগীত নিকেতনের বর্ষপূর্তির এই সঙ্গীতানুষ্ঠানটি সংগীতপ্রেমীদের কাছে ছিল এক স্মরণীয় মুহূর্ত। অনুষ্ঠানে শোনা গানগুলো, দলের সংগীত ও নৃত্য, সবকিছু মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই অনুষ্ঠানটি ছিল সংগীত ও নৃত্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং শ্রুতিনন্দন সংগীত নিকেতনের শিক্ষা ও সাংস্কৃতিক অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন কিবোর্ডে প্রবীর আচার্য, তবলায় ছোটন চক্রবর্তী, অক্টোপ্যাডে মোহন চৌধুরী।

Don`t copy text!