ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়। রোববার জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো: শামছুল হক (৫০), দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: শাহাদৎ আলী (৪৭), দানারহাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো: মেহেদী হাসান (২৫) ও হরিনারয়নপুর মাস্টারপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো: আব্দুল আউয়াল (৫২)।
পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার পশ্চিম রঘুনাথপুর (মাস্টার পাড়া) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০), বালিয়াডাঙ্গী থানার সনগাঁও গ্রামের মো: আনসার আলীর ছেলে মো: সাগর আলী (২২) কে গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ আসননগর এলাকার মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে মো: তাহেরুল ইসলাম (৪৮) ও একই থানার কশালগাঁও গ্রামের মো: আসিব উদ্দিনের ছেলে মো: সাদেকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। রাণীশংকৈল থানা পুলিশ অত্র থানাধীন কলেজপাড়া বন্দর এলাকার বিষু বসাকের ছেলে মো: স্বাধীন বসাক (৩০) ও একই থানার দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো: লুৎফর রহমান (৪০) কে গ্রেফতার করে।
অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অত্র থানাধীন বড়বাড়ি রুপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো: সাজিুদুর রহমান সাজিদ (৩৬), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: জয়নুল হক (৪৩), মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো: শাহেদ আলী (৫৫), বোররা গ্রামের মো: শামসুদ্দিন মিয়ার ছেলে মো: জিন্নাহ আলী (৩৬) ও একই থানাধীন বড় বাড়ি (বুধু মেম্বারপাড়া) গ্রামের মো: রশিদুল হকের ছেলে মো: মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫) কে গ্রেফতার করে।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।