ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রবিরশ্মির “আঁধারে মোর তোমার আলোর জয়” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :

৭ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার বিকাল ৫:০০ টায় চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (গ্যালারী হল) আয়োজিত ছিল রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা “আঁধারে মোর তোমার আলোর জয়”। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল “রবিরশ্মি” চট্টগ্রাম শাখা, যেখানে শিল্পী-শিল্পীদের অনবদ্য পরিবেশনায় শ্রোতারা যেন রবীন্দ্রসঙ্গীতের জাদুতে মুগ্ধ হয়ে গেলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উদীচী এর সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, এলিমেন্টরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয় সেন, রবিরশ্মি উপদেষ্টা সন্জীত গোপ, ডা. শুভ ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিরশ্মি চট্টগ্রাম শাখার আহ্বায়ক রুপম দেবনাথ। দ্বৈত সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী প্রণব চৌধুরী ও তৈয়বা জহির আরশি।
শিল্পীদের একের পর এক রবীন্দ্রসঙ্গীতের সুরে মুগ্ধ উপস্থিত শ্রোতারা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মনস্বিতা চৌধুরী, যিনি পরিবেশন করেন “ঘরেতে ভ্রমণ এলো”, প্রণিধি মজুমদার গাইলেন “মায়াবন বিহারিণী হরিণী”, এবং অরিত্রি দেবী গাইলেন “আলোর অমল কমলখানি”। পরবর্তী সময়ে প্রিয়াংকা বড়ুয়া মলি তার গান “ভালোবেসে সখী নিভৃতে” দিয়ে দর্শকদের মন জিতে নেন।
মিথিলা ঘোষ গাইলেন “তোমায় গান শোনাবো”, সুমন কান্তি সেনের পরিবেশনায় ছিল “অগ্নিবীণা বাজাও তুমি”, চম্পা বিশ্বাস গাইলেন “আকাশ আমায় ভরল আলোয়”, রাহেলা বেগম গাইলেন “মনে কি দ্বিধা রেখে”, পুষ্পিতা ভট্টাচার্য “মোর বীণা উঠে” গানটি গেয়ে দর্শকদের অভিবাদিত করেন।
এছাড়া আরও একাধিক শিল্পী গান পরিবেশন করেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, অরুনা সরকার গাইলেন “ওযে মানে না মানা”, মশিউল আনোয়ার খান গাইলেন “মাঝে মাঝে তব দেখা পাই”, স্নিগ্ধা বড়ুয়া তাপসী গাইলেন “কতবার ভেবেছিনু”, সুকুমার চক্রবর্তী গাইলেন “পরবাসী চলে এসো”, এবং রুম্পি চৌধুরী পরিবেশন করেন “নিশীথ শয়নে ভেবে রাখি মনে” গানটি। শিল্পী রুম্পি চৌধুরীর অসাধারণ সুরেলা কণ্ঠে দর্শকরা মুগ্ধ হন।
এরপর মঞ্চে আসেন আরও একাধিক শিল্পী, প্রণব সিকদার গাইলেন “নিত্য তোমার যে ফুল ফোটে”, উর্মি চৌধুরী গাইলেন “পথ দিয়ে কে যায় গো”, বনশ্রী পাল গাইলেন “যদি তারে নাই চিনি গো”, এবং ডা. অর্পনা দাস গাইলেন “যে রাতে মোর দুয়ারগুলি”। এরপর রুপম দেবনাথ তার গানে “আমি তোমার সঙ্গে বেঁধেছি” পরিবেশন করেন।
অনুষ্ঠানটির শুরুতে সমবেত সঙ্গীত সত্য মঙ্গল প্রেমময়,আকাশ জুড়ে শুনিনু, প্রাণ চায় চক্ষু না চায়। অনুষ্ঠানের শেষ প্রান্তে এক বিশেষ অংশ ছিল “সমবেত সংগীত” যেখানে শিল্পীরা একসঙ্গে গাইলেন রবীন্দ্রনাথের প্রিয় গান “রাঙিয়ে দিয়ে যাও”।

এছাড়া, যন্ত্রে সহযোগিতা ছিল, কিবোর্ডে নিখিলেশ বড়ুয়া, বেহালায় শ্যামল দাস, এবং তবলায় সানি দে। তাদের মনোমুগ্ধকর যন্ত্রসঙ্গীত পুরো অনুষ্ঠানে বিশেষ একটি সৌন্দর্য যোগ করে।

এই রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন সত্যিই অসাধারণ ছিল, যেখানে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সঙ্গীতের সৌন্দর্য প্রকাশ পেয়েছে, অন্যদিকে শিল্পীদের অসাধারণ কণ্ঠে চট্টগ্রামবাসী এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা লাভ করেছেন।

Don`t copy text!