ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরের চান্দ্রায় কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার বিতরণ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের কৃষক সমাবেশ ও মার্কেন্টাইল ব্যাংক পি এল সির উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ভিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মোঃ এনায়েতুল্লাহ খোকন।

বিএনপি’র বিশাল একটা ভোট কৃষক সমাজ তাই কৃষকের পাশে দাঁড়াতে হবে।
বিগত সরকার এমন কোন খাত নাই যে খাতে তার দুর্নীতি না করছে। কৃষি খাতে তারা বিদেশি যন্ত্রপাতি কেনার নাম করে জিঞ্জিরার মেশিনের উপর বিদেশি ছিল লাগিয়ে শত কোটি এাকা লুটপাট করেছে।

সমাবেশে চান্দ্রা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শফিক পাটোয়ারীর সভাপতিত্বে অসাধারণ সম্পাদক মোঃ জাকির রাড়ির সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন মোফু, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর ঢালি, যুব দলের সভাপতি খোরশেদ গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, সিনিয়র সহ-সভাপতি সেখ ফরিদ আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মল্লিকসহ আরো অনেকে।

অপরদিকে ১৩ নং হানারচর ইউনিয়নে বিকাল চারটায় ইউনিয়ন পরিষদ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান।
১৩ নং হানারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল আখনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার গাজী, সাধারণ সম্পাদক আবুল হোসপন টেলু বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
কৃষক সমাবেশ শেষে চান্দ্রা ও হানারচর ইউনিয়নে২০০ জন করে কৃষকের মাঝে ইউরিয়া সার বিতরণ করা হয়।

Don`t copy text!