ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’ উদ্বোধন হতে যাচ্ছে

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :

গ্রামীণ জনগণের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাউজানের পাহাড়তলী চৌমুহনীর মোড়ে ৩য় তলায় উদ্বোধন হতে যাচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’। “আর নয় ঢাকা-চট্টগ্রাম নগরীতে আধুনিক স্বাস্থ্যসেবা, এখন মফস্বলের রাউজানে” এই স্লোগানকে সামনে রেখে হাসপাতালটি গ্রামীণ জনগণের জন্য স্বল্পমূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদান করবে।
আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ৩টায় হাসপাতালটির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ২টায় হাসপাতালের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া হাসপাতালের উদ্বোধন ও চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, এডমিন আমান উল্লাহ, হাজী মকবুল টাওয়ারের স্বত্বাধিকারী মো. মোস্তাফা প্রমুখ।
হাসপাতালটির প্রধান লক্ষ্য হলো উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সন্নিকটে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে হাসপাতালটি ২৪ ঘণ্টা অত্যাধুনিক প্রযুক্তি ও শ্রেষ্ঠ চিকিৎসা সেবা সরবরাহ করবে। হাসপাতালটির বিশেষত্ব হলো বিভিন্ন বিভাগ যেমন গাইনী, নবজাতক শিশু ও এনআইসিও, ডায়াবেটিক ফুট কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক, চক্ষু, নাক-কান-গলা, মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ, দন্ত চিকিৎসাসেবা, ওটিসহ সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা।
হাসপাতালটিতে ১৫টি পুরুষ, ১৫টি মহিলা, ৫টি এসি কেবিন, ৫টি ননএসি কেবিন এবং শিশুদের জন্য ১০টি স্পেশাল চাইল্ড নিউবর্ন ইউনিট থাকবে। ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকবে, যাতে জরুরি চিকিৎসাসেবা সহজে পাওয়া যায়।
এই হাসপাতালের উদ্বোধনের পর, শুধু রাউজান-রাঙ্গুনিয়া উপজেলাতেই নয় বরং আশেপাশের এলাকা যেমন রাঙ্গামাটি, বান্দরবানেও মানুষের উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য হবে। রাউজানবাসীসহ সারা এলাকার মানুষের জন্য এটি একটি বড় মাইলফলক হিসেবে আবির্ভূত হবে।
এর মাধ্যমে, এলাকার জনগণ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণে আর ঢাকা বা চট্টগ্রাম শহরের দিকে ঝুঁকতে হবে না। এই হাসপাতালটি স্থানীয় স্বাস্থ্য সেবা খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।

Don`t copy text!