মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ই’ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় উদ্বোধন শেষে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরুষ্কার বিতরনীর পূর্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।তিনি বলেন পড়ালেখা পাশাপাশি খেলা ধুলা করতে হবে। এতে শরীর চর্যা হয় তেমনি মন ও ভালো থাকে। আমি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগন দেরকে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। শান্তি ও সুশৃঙ্খল বজায় রেখে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি সফল করাতে। আমি আপনাদের ফরিদগঞ্জে যতদিন আমার দায়িত্ব থাকবো,খোঁজ খবর রাখবো।আজকের আয়োজনটি তো আর একদিনের নয়, পর্যায় ক্রমে এসে আজ ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার দেওয়া হবে। সকল শিক্ষার্থী দের উদ্দেশ্য বলি যারা খেলায় অংশগ্রহণ করোনা তারা আগামীতে অংশগ্রহন করে তোমরা পুরুষ্কৃত হয়ে এই প্রতিষ্ঠানের মান আরো বৃদ্ধি করবা। যাতে কোথায় খেলাধুলা করতে গিয়ে পিঁছিয়ে না পড়ো। অনুষ্ঠানের
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, অত্র বিদ্যালয়ের সভাপতি এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথী বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম (পিপিএম- সেবা),ফরিদগঞ্জ উপজেলা একাডেমির সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্যােতি প্রকাশ দাস
ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বয়ক মোঃ নাজমুল আলম জুয়েল, উপজেলা ছাত্র দলের আহব্বয়ক মেহেদী হাসান মন্জুর, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ, ইউপি সদস্য ইয়াছিন তালুকদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক খাজা আহমেদ তালুকদার সহ ম্যানেজিং কমিটি, শিক্ষক ও বৃন্দ ও অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ। এসময় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার মজুমদার।