ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এ রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মোঃ মজলু মিয়ার সভাপতিত্বে, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, মোঃ শরিফুল আলম (সি.আই.পি)।

অনান্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, এ্যাডভোকেট মোঃ মশিউর রহমান।কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, নুরুল মিল্লত। সাধারন সম্পাদক, এম.এ হান্নান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী মোঃ শাহ আলম। কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খুসরুজ্জামান জিএস শরীফ।সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, মোঃ সালাউদ্দিন খন শাজাহান। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ কিতাব আলী সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাফি উদ্দিন শাফি মিয়া।

আগস্ট বিপ্লবে বিগত দিনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথি মো. শরীফুল আলম সিআইপি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে যারা গণহত্যা করেছে বাংলার মাটিতে তাদের কোন ঠায় হবেনা। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন চালিয়েছে তা আমরা কেউ ভুলে যায়নি। তিনি বলেন আমাদের নেতাকর্মীদের দিনের পর দিন বাড়ি ছাড়া করে রেখেছে। গায়েবি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল জুলুমের শিকার হতে হয়েছে। নতুন স্বাধীনতার এ দিনে চুড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার জন্য নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। কোনোভাবেই যেন দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেই দিকে লক্ষ্য রেখে জনগণের মন জয় করার আহবান জানান। এ সময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত হবে যত বড় পদই হউক না কেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।

Don`t copy text!