ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন পেশাজীবী লোকজনের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। লোকজনের যেকোনো বিপদ-আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তার দায়িত্বপালনকালে কমলনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তারা আরও বলেন, ঘুষ-দুর্নীতির ঊর্ধ্বে থেকে তিনি উপজেলাবাসীর জন্য বিগত দুই বছর ধারে কাজ করে গেছেন। এ উপজেলা থেকে তাকে বদলি করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। ৫ আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট বা যে সংকট দেখা দিয়েছে, তিনি জনগণের সাথে সমন্বয় করে সেটা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন।

এ ছাড়াও তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। আমরা একজন যোগ্য ইউএনও পেয়েছি। আমরা চাই, তাকে এ উপজেলাতে পুনঃবহাল করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মুন্না, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসাইন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি ও জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির প্রমুখ।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ২০২২ সালের ৫ই ডিসেম্বর এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে হিসেবে পদায়ন করা হয়।

এ বিষয়ে ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত।

মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আমার অতীত কর্মকাণ্ডে এ উপজেলার লোকজন হয়ত সন্তুষ্ট হয়ে আমাকে তাদের মাঝে রাখার জন্য মানববন্ধন করেছেন।

Don`t copy text!