ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ইউসামের উদ্যোগে ক্যান্সার দিবসে সচেতনতা বিষয়ক কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কমল পাটোয়ারী মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (৪ জানুয়ারি) পৌর সদরের সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম)-এর উদ্যোগে কাউন্সেলিং সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ইউসামের সভাপতি আব্দুল্লাহ আল মুরাদের সঞ্চালনায় সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক কুমার ও সাবরিনা খান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইছরাত জাহান চৌধুরী ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও কাউন্সেলিং করেন। তারা ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়া, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানোর বিষয়েও দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এম এস হোছাইন, সংগঠনটির সহ-সভাপতি আল মামুন, শিক্ষা ও সেমিনার বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ আসিফসহ অন্যান্য সদস্যবৃন্দ৷
আয়োজকরা জানায়, এই আয়োজনের মাধ্যমে ইউসাম তারুণ্যের মাঝে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়িয়ে দেওয়ার আরও এক ধাপ এগিয়ে গেল, স্বাস্থ্যসচেতন ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে।

Don`t copy text!