রবিউল আলম গাজীপুর প্রতিনিধি:
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি কেন্দ্র কর্তৃক গাজীপুর জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাবেক সভাপতি গাজীপুর-৫ কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন আহ্বায়ক করা হয়।
রোববার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করার তথ্য জানানো হলে পূবাইলসহ সাড়া গাজীপুরে আনন্দের বন্যা বয়ে যায়।
এ উপলক্ষ্যে পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণত সম্পাদক হাজী মনসুর আলী’র নেতৃত্বে সোমবার বিকালে পূবাইল থানাধীন মাজুখান থেকে পূবাইল মেট্রো থানার বিএনপি এবং অঙ্গ সংগঠন থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে করমতলা প্রধান সড়কে গিয়ে শেষ হয়।
গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি গাজীপুর-৫ কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে মনোনীত করায় দলের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায় এবং তাদের মধ্যে আগামীর আশাবাদ তৈরি হয়েছে।
এ সময় পূবাইল মেট্রো থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য কাজী মাসুদ,পূবাইল মেট্রো থানা যুবদলের যুগ্ন আহবায়ক ওসমান খান,যুগ্ন আহবায়ক আওলাদ হোসেন,পূবাইল মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ জীবন,পূবাইল থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আজমিন খান,পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য খালেদ মোশাররফ।গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক ডলার সোহেল,৪০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মশিউর আলম,সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ পূবাইল কলেজ শাখা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী আসাদুজ্জামান শিমুলসহ পূবাইল থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।