দুবাই প্রতিনিধি
বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে বার্ষিক বনভোজন,ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী দুবাইস্থ মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২রা ফেব্রুয়ারী)দিনজুড়ে উৎসাহ,উদ্বিপনার মধ্যদিয়ে শীতকালীন এই আয়োজনে প্রবাসী পরিবার গণের উপস্থিতি ছিল যা চোখে পড়ার মতো।
আর এই অনুষ্ঠানকে প্রাণবন্ত,সফল ও সুন্দর করতে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা ছুটে আসে।দৃষ্টিনন্দন পোশাকে এইসব প্রবাসীরা রাঙিয়ে তুলে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরী সিআইপি,আইয়ুব আলী বাবুল সিআইপি।বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজ-উ-দৌল্লাহ ও আলী আজগর চৌধুরী এর যৌথ সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল গনি চৌধুরী,আহমেদ আলী জাহাঙ্গীর,শেখ ফরিদ সিআইপি,আবু মোহাম্মদ খোরশেদ ,মফিজিল হক,ইঞ্জিনিয়ার মোরশেদ,সাইফুদ্দিন আহমে দ,মোহাম্মদ আজম খান,আব্দিল কাদের,কাজী মোহাম্মদ আলী ও এ এক আজাদ সিআইপি।
এতে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ইকবাল,হাজি শফিকুল ইসলাম,হামিদ আলী,
মোহাম্মদ শহীদ খান,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আখন্দ, খোরশেদ মোবারক, এরশাদ আলম,কাজী ফিরোজ উদ্দিন, তোহিদুল,সালাউদ্দিন হেলাল,মোহাম্মদ হাবিব, আবুল কাশেম,সালমান,মোহাম্মদ দুলাল,মোহাম্মদ জামাল উদ্দিন,মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বাদশা মিয়া, ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ,লোকমান মুহুরী,খোরশেদ মোবারক,হোসেন দেলো য়ার,মওলানা আমিন,এসএম শফিকুল ইসলাম, শাজাহান মিয়াজী,মোস্তফা কামাল শিমুল সিআইপি,নওশের চৌধুরী,শাহাবুল আলম, মোহাম্মদ রাশেদ,হাফেজ শফিকুল রহমান,আবুল বাশার, তোহিদুল আলম জীলানী,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিনুদ্দিন মহিন,সৈয়দ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হানিফ শিকদার,এস এম সালা উদ্দিন,এনামুল হক এনাম,ফরিদুর রেজা তাজ,মোহাম্মদ ফয়জুল করিম, মোঃ আলী,সাইফুল করিম,মহিলা নেত্রী জুলি জাফর, রোমানা জাহাঙ্গীর,মেরুন ইয়াছমিন সহ আরো অনেক।