ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সিসিডিএ এর দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি,

চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোম ও মঙ্গলবার (৩-৪ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিভেন্স ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি) সদস্যদের মেডিয়েশন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত হয়।

এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

প্রশিক্ষণ পরিচালনা করেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম ও এপিপি এডভোকেট শিরিন আক্তার সুপ্তা।

কর্মশালাটি পরিদর্শন করেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন(এসডিসি) প্রতিনিধি লিসা, নাজিয়া হায়দার, হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি সাজ্জিদ আহমেদ ও আবুল বাশার, সিসিডি এর প্রোগ্রাম ডিরেক্টর খালিদ হোসাইন, প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহতাব উদ্দিন, জেলা সমন্বয়কারী নাজমুল আহসান, উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও আরো অনেকে।

উল্লেখ্য সিসিডিএ এর সিমস প্রকল্পটি অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন এর লক্ষ্য ও উদ্দেশ্যে চাঁদপুর জেলা ৬ টি উপজেলায় ৪২টি ইউনিয়নে তাঁদের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত পরিচালনা করে থাকবেন।
ছবির ক্যাপশন: চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

Don`t copy text!