ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর আগমন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

উপলক্ষ্যে নান্দাইলে সুধীজনের মতবিনিময় ॥

ফরিদ মিয়া নান্দাইলঃময়মনসিংহ জেলা সদরে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্ব-নন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর আগমন ও তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ইং বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইলে উলামায়ে কেরাম ও বিভিন্ন পেশাজীবী সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০টায় নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী ও অত্র মাহফিল বাস্তবায়ন কমিটি নান্দাইল শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক মাও. নুরুল আমিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা বাস্তাবায়ন কমিটির সদস্য সচিব মো. খাইরুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি ও মাহফিল বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা কাজী শামছ উদ্দিন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাও. নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক হামিদুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আব্দুস সালাম, সুপার মাও. আবু সালেহ মোহাম্মদ বাবুল, ভাইস প্রিন্সিপাল মাও. সাইদুর রহমান, যুগ্ম সদস্য সচিব এডভোকেট হাজী মোহাম্মদ আলী, প্রিন্সিপাল আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, সুপার মাও. মতিউর রহমান, সুপার মাও. মোহাম্মদ তাজুল ইসলাম সাঈদী, সদস্য মাও. আব্দুল বাতেন ফকির, ডা. এনামুল হক, আবুল খায়ের সহ প্রমুখ। অত্র মতবিনিময় সভায় আগামী ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সময় ও অর্থ সহ যা যা করার দরকার, তা যথার্থ বাস্তবায়ন করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির ঘোষণা করা হয়।

Don`t copy text!