ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ৩ টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৩ টি ইটভাটায় আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম। শনিবার (০১ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সোনাইর খামারে অবস্থিত মেসার্স এম বি এম ব্রিকস,

নিলুরখামার ব্যাপারীপাড়ায় অবস্থিত মেসার্স ডিএ ব্রিকস,

এবং আলেপের তেপতিতে অবস্থিত এস এন ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মাহমুদুল হাসান ।এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!