গাজী হানিফ,সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে ২দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি ও ফটোগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ; ২৭শে জানুয়ারি (সোমবার) কক্সবাজার শহরের বিলাসবহুল হোটেল শৈবালের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন- অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) জসিম উদ্দিন পিপিএম।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মেহরাব হোসেন মেহেদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক কক্সবাজার বাণী’র সম্পাদক সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, বিশেষ অতিথি ছিলেন- দৈনিক কক্সবাজার বাণী’র নির্বাহী সম্পাদক মাওঃ বদরুদ্দোজা কুতুবী।
এসময় বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ, গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক খাঁন সজীব, আফতাব হোসেন মমিন ভূঞা, সহসভাপতি নুরুল আলম মহব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, নির্বাহী সদস্য ইলিয়াস মোল্লা সুমন ও ডা. কামাল উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- চ্যানেল এস এর প্রতিনিধি আজাদ, কক্সবাজার বাণী’র স্টাফ রিপোর্টার মোঃ ফয়সাল, গণমাধ্যম কর্মী ফারুক হোসেন ইমন, মোঃ আজিম উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন- পুলিশ এবং সাংবাদিক একে অন্যের পরিপূরক, সাংবাদিকগণ সমাজের অপরাধের তথ্য গণমাধ্যমে প্রকাশিত করে পুলিশ প্রশাসনের নজরে দেন আর পুলিশ সেই অপরাধ নির্মূল করতে ভুমিকা রাখেন।
প্রশিক্ষক ফরিদুল মোস্তফা তার বক্তব্যে বলেন- সবার আগে দেশ মাটি ও মানুষ, দেশের স্বার্থে নিজেদের পেশার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।