হানারচরে মরহুম আরাফা
মোঃ হোসেন গাজী, হাইমচর চাঁদপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপূত্র বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলার সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাহ গাজী ও সহ সমাজ কল্যাণ সম্পাদক শিহাব সুমনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হনারচর ইউনিয়নে দক্ষিণ গোবিন্দা আখন বাড়ি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইমাম ও খতিব মাওলানা মোল্লা হাবিবুল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করেন।