ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মতলবে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা।

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৬, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো: আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি):

চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী
ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ” তরঙ্গ ছাত্র কল্যান পরিষদ” এর উদ্যোগে ২৬ জানুয়ারি’২৫ (রোববার) দুপুরে ওটারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশুনার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ মানুষ হতে ব্যক্তিগত আদব ও নৈতিকতার বিষয়ে গুরুত্ব দেবার জন্য পরামর্শ দেন। বক্তব্যে তিনি তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের এরূপ আয়োজনকে স্বাগত ও সংগঠনের সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যলয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন প্রধান,অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক জহিরুল ইসলাম প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজালাল প্রধান।

তরঙ্গ ছাত্র কল্যান পরিষদ”এর সভাপতি ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খানের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের সাবেক সভাপতি মো: নাজমুল হক সুমন।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী,সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশিকুজ্জামান,তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ ছাত্র – শিক্ষকদের জন্য ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।

পরিশেষে সকল মৃত ও জীবিত শিক্ষক, শিক্ষার্থী, এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Don`t copy text!