আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধিঃ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিক ভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
২৫ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন তুলসীখালি মার্কেট সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ৩ শতাধিক কৃষকসহ বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় চিত্রকোট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ কৃষক দলের মহিলা নেত্রী রশিদা খাতুন, মারুফা বেগম, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আয়নাল হক, সহ-সভাপতি সামছুল হক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা চিত্রকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, উপজেলা যুবদলের আহবায়ক রিয়াজ মাহমুদ মান্নান, যুবদল নেতা সাজ্জাদ হোসেন ওয়াসিম হোসেন,ইকবাল হোসেন, আসিফ মাহমুদ, মো. লিয়াকত হোসেন, চিত্রকোট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি মো. দ্বীন ইসলাম, চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফয়সালসহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এতে কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রাণের কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি
০১৭৭৮৮০৫১১১