আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদীখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৫ জানুয়ারী ) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রেমের শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নিজ বাড়িতে, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সঞ্চালনায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সহ-সভাপততি যাবেদুর রহমান যোবায়ের, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, হাবিব হাসান, আরিফুল ইসলাম খান, মোঃ সুমন, গোপাল দাস হৃদয়, ইসমাইল খন্দকার, আরিফ হোসেন হারিস,কৌশিক মন্ডল আকাশ, আজিম হাওলাদার,আব্দুল্লাহ আল মাসুদ, আনিসুর রহমান রুবেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,সালাউদ্দিন সালমান, সাংবাদিক হামিদুর ইসলাম লিংকন,হাবিবুর রহমান, আসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আজাদ আজম নাদভি, নাদিম হায়দার, আউয়াল আশিক,আতাউর হোসেন,আশিক বাঁধন, মোঃ আসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদসহ গুনীজনরা উপস্থিত ছিলেন। পরে সিরাজদিখান উপজেলার অন্যায় অনিয়ম দূর করার এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য সকলকে আহবান জানিয়ে সভার সমাপ্ত করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।