ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা একটি শক্তিশালী হাতিয়ার যা
আমাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম

যীশু সেন:চট্টগ্রাম।

“শিক্ষা একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম।” ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতৃত্ব, সততা ও কর্তব্যপরায়ণতার মূল্য শিখিয়ে, ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে অনুপ্রাণিত করেন। “নিজের প্রতি আস্থা রাখতে হবে এবং প্রতিটি কাজে সৎ ও নিষ্ঠাবান থাকতে হবে।” এই অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়, যা তাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। শিক্ষার মাধ্যমে শুধু জ্ঞান নয়, মানুষের আত্মবিশ্বাস এবং নৈতিক গুণাবলীও বৃদ্ধি পায়।
রাউজানস্থ পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি দিনে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আহমদ ছফা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক টুটুন মহাজন। বিশেষ অতিথি ছিলেন মো: নুরুন্নবী, শেখ কামাল, সূপ্রিয়া মুহুরী। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এস এম জাহিদ। শিক্ষক পিংকু কুমার বিশ্বাস, অতসী চৌধুরী, লিলি পারিয়াল, শতাব্দী বড়ুয়া, জান্নাতুল কাউছার, নাজমা আলী ও সেতু ভট্টাচার্য প্রমুখ।

Don`t copy text!