নান্দাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মামুনের মতবিনিময়
ফরিদ মিয়া নান্দাইলঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এমডি মামুন বিন আবদুল মান্নান বুধবার (২২ জানুয়ারি) নান্দাইলে সাংবাদিকদের সকল সংগঠনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। নান্দাইল চৌরাস্তা এলাকায় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা এমডি মামুন বিন আবদুল মান্নান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার বিষয়বস্তু সাংবাদিকদের উপস্থাপনের মাধ্যমে অবগত করান এবং নান্দাইলের কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে বিভিন্ন দিক নিদের্শনামূলক ও বাস্তবায়নের লক্ষে প্রশ্ন পর্বে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, মোখলেছুর রহমান, শাহজাহান ফকির, রাশেদ মিয়া সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।