ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ পাম্প উদ্বোধনের ১০ মিনিট পর বন্ধ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ পাম্প উদ্বোধনের ১০ মিনিট পর বন্ধ

মতলব উত্তর  প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে দেশের বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম উদ্বোধনের ১০ মিনিট পর পাম্পের সুইচ বন্ধ করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় সেচ উদ্ভোদন উপলক্ষে উপজেলার উদম্দী ও কালীপুর পাম্প হাউসে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ ( শাহীন) চৌধুরী। প্রধান অতিথি হিসেবে মেঘনা ধনাগোদা পওর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা পওর বিভাগের সহকারী প্রকৌশলী সিয়াম,উপসহকারী প্রকৌশলী
হৃষিকেশ ভৌমিক, কার্যসহকারী ছামিদুল হক। এ সময় সেচ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও পানি ব্যবস্থাপনা দলের নেতৃবৃন্দ মো: নাছির সরকার, শরীফ দর্জি, সোলাইমান প্রধান, মজিবুর রহমান প্রধান ও কৃষি উদ্যোক্তাপরিষদ মতলব উত্তর উপজেলা র সভাপতি মো: আতাউর রহমান সরকার, সাংবাদিক মঈনুদ্দিন চৌধুরী, দেওয়ান মুরাদুজ্জামান, মুমীন,সুমন,শফিকুল ইসলাম রানা, শহীদুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।

দোয়া শেষে সুইচ টিপে পাম্প চালু করা হয়। কিন্তু কালীপুর পাম্প ১৩ সেকেন্ড ও উদমদী পাম্প ১০ মিনিট পর বন্ধ করা হয়। এবিষয়ে জানতে চাইলে মেঘনা ধনাগোদা সেচ ফেডারেশন এর সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী জানান প্রকল্পের উন্নয়ন মূলক কাজ চলমান থাকায় আর কিছু দিন পর ৩০ তারিখের মধ্যে পুরাপুরি সেচ কার্যক্রম চালু করা হবে।

উপজেলা কৃষি অফিসার মো. ফয়সাল মোহাম্মদ আলী বলেন, পাম্প চালু করে বন্ধ করে দিলে কিভাবে হবে। এবার বোরো মৌসুমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু দেরিতে পানি দেওয়ার ফলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না।

কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলার সাধারন সম্পাদক মো: শরীফুল ইসলাম বলেন, মূলত জানুয়ারীর ১ তারিখে সেচ কার্যক্রম উদ্ভোদন করার কথা। উপজেলা সেচ কমিটি বৈঠক করে ১০ তারিখ সুপারিশ করেছে। কিন্তু ২০ তারিখে সেচ উদ্ভোদন করে ও সুইচ বন্ধ করে দিয়েছে। ফলে ধানের চারার বয়স বেড়ে যাবে। আমরা ধানের কাঙ্ক্ষিত ফলন পাবো না।

Don`t copy text!