মতলব উত্তরে মা’দক সম্রাট রাসেল মিয়া গ্রে’ফতার
মো: আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি) :চু’রি, ডা’কাতি, দ’স্যূতা ও মা’দকসহ ২০ মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট মো. রাসেল মিয়াকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার গালিম খা এলাকার নিজ বাড়ী থেকে এসআই জাফর আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত এই আ’সামীকে গ্রেফতার করা হয়। রাসেল ওই গ্রামের হামিদ আলী অজির ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।