বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে |
বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শ্রেণি কক্ষে ছবিসহ
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,
দিনাজপুর জেলা সদর নির্বাচন অফিসার মোঃ আফতাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার।
উল্লেখ ১১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২৪ জন সুপারভাইজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। আগামী ২০ জানুয়ারি হতে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবেন।
উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার বলেন, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী সকল নাগরিকদের ভোটার নিবন্ধন ফরম ২ পুরনসহ বিদ্যমান ভোটার তালিকা হতে মৃত্যু ভোটারের নাম কর্তন ও এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় নাম স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে।