ঠাকুরগাঁওয়ে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা শিক্ষক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক সম্মেলন – ২০২৫ অনুষ্ঠিত হয়।
আমানতুল্লাহ ইসলামি একাডেমীর সাবেক অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ( রংপুর- দিনাজপুর অঞ্চল) অধ্যাপক মোঃ আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য দেলাওয়ার হোসেন, আদর্শ শিক্ষক পরিষদের ঠাকুরগাঁও জেলা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলমগীর প্রমুখ।
সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য অধ্যাপক মোঃ ফিরোজ বিশ্বাসকে সভাপতি ও অধ্যাপক মাহবুব আলম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়।