ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

 

সিরাজুল ইসলাম কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চর ফলকন ইউনিয়নের বোর্ড অফিস এলাকার মোস্তফা মেম্বারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মোস্তফা মেম্বারের স্ত্রী বিবি মরিয়ম, ছেলে এনজিও কর্মী মো: রাকিব(২৮) ও পুত্রবধূ তানজিলা জাহান(২৭)।  আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন এনজিও কর্মী  মো: রাকিব হোসেন জানান, ৭ বছর আগে  ওই এলাকার রইজল হক থেকে ৮শতাংশ জমি কিনে বসবাস করে আসছেন। কিন্তু রইজল হকের ওই খতিয়ানে কোন জমি না থাকায় বিপাকে পড়েন তারা। বিষয়টি নিয়ে দফায় দফায় সালিশ বৈঠক হলে কোন সমাধান না হয়নি। সমাধান না হওয়ায় প্রায় দুই মাস আগে রামগতি সেনা ক্যাম্পে রইজল হকের বিরুদ্ধে অভিযোগ দেন তারা বাবা। সেনা ক্যাম্পে রইজল ১৫ দিনের মধ্যে তাদের জমি বুজিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেনা ক্যাম্প থেকে এসে রইজল আর জমি ফেরত না দিয়ে তালবাহানা করে। কোন উপায় না পেয়ে তার বাবা মোস্তফা মেম্বার এলাকার গন্যমান্যদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে রইজল ও তার ছেলে আরিফের নেতৃত্বে ৭-৮জন লোক তাদের বসত ঘরে হামলা করে ভাঙচুর করে। ওই সময় হামলাকারীদের আক্রমণে স্থানীয় জেমস এনজিও কর্মী মো. রাকিব তার মা বিবি মরিয়ম ও তার স্ত্রী তানজিলা জাহান মারাত্মক আহত হয়।

এ বিষয়ে অভিযুক্ত রইজলের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  তৌহিদুল ইসলাম  জানান, হামলার ঘটনা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Don`t copy text!