ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু ধর্মে মকর সক্রান্তির উৎসব বিশেষ গুরুত্ব রয়েছে

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৪, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।

হিন্দুধর্মে মকর সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব
রয়েছে।এই দিনে গঙ্গাস্নান এবং দানকরা অত্যন্ত শুভ ও ফল দায়ক বলে মনে করা হয়।মকর সংক্রান্তির দিন সুর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে।সুর্যের গমনকে বলা হয় সংক্রান্তি এবং
মকর রাশিতে প্রবেশ হয় বলে একে মকর সংক্রান্তি
বলাহয়খরমসও, এই মকর সংক্রান্তির মাধ্যমে শেষ হয় এবং শুভ কাজ শুরু হয়। এ বছর মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি ২০২৫। মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এবং বিশ্বাসের সাথে পালিত হয়। মকর সংক্রান্তিকে পোঙ্গল ও উত্তরায়ণও বলা হয়। মকর সংক্রান্তিতে স্নান ও দান করার শুভ সময় জেনে নিন-মকর সংক্রান্তি পুণ্যকাল এবং মহা পূণ্যকাল সময়: মকর সংক্রান্তিতে, স্নান ও দানের পূণ্যকাল সকাল ০৯.০৩ টা থেকে সন্ধ্যা ০৫.৪৬ টা পর্যন্ত হবে। পূণ্যকাল ০৮ ঘন্টা ৪২ মিনিট থাকবে। মকর সংক্রান্তিতে, মহাপূণ্যকাল সকাল ০৯.০৩ টা থেকে ১০.৪৮ টা পর্যন্ত চলবে। মহাপূণ্য কাল মোট ০১ ঘন্টা ৪৫ মিনিট থাকবে।

Don`t copy text!