অনলাইন ডেক্স:
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী ৪ আগস্টের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের তালিকা সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে ৬২টি মামলা নথিভুক্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ভিত্তিতে ৩৫ জন অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে ছিল বলে তিনি জানান।
পুলিশের তদন্তে দেখা গেছে, ১ হাজার ২৩৪টি ঘটনা রাজনৈতিক প্রকৃতির এবং ২০টি ঘটনা সাম্প্রদায়িক। এছাড়া কমপক্ষে ১৬১টি দাবি মিথ্যা বা অসত্য বলেও তথ্য পাওয়া গেছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি ও এর বাইরের ঘটনা সব মিলিয়ে ৪ আগস্ট থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সাম্প্রদায়িক হামলার অভিযোগে মোট ১১৫টি মামলা নথিভুক্ত হয়েছে।