ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রতিবেদক
admin
জানুয়ারি ১১, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি,

চাঁদপুরের অবহেলিত চরাঞ্চলের নিম্ন-আয়ের মানুষের কথা চিন্তা করে নদী পার হয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় জেলেদের মাঝে মা ইলিশ ও জাটকা রক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।
শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের চরউমাদ এলাকার প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক। এ ছাড়াও তিনি নদীতে ঘুরে ঘুরে মাছ আহরণ করা জেলেদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, শহরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ বেসরকারি ব্যক্তিবর্গ গরিবদের পাশে কম্বল নিয়ে যায়। কিন্তু গ্রাম বা চরাঞ্চলে যারা থাকেন তারা অনেকটাই বিচ্ছিন্ন। মেঘনা পদ্মা নদীর মাঝখানের একটা চর।

যেখানে স্পিডবোটে আসতেও আধাঘণ্টার বেশি সময় লেগেছে। এখানে তাদেরকে কম্বল দিতেও তেমন কেউ আসেন না। তারা সবসময়ই বঞ্চিত ও অবহেলিত থাকে। আমরা মনে করেছি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। অর্থনৈতিকভাবে তারা গরিব অসচ্ছল।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

Don`t copy text!