ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১০, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দেবাশীষ কর্মকার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পৌরসভাভিত্তিক আটটি বণিক সমিতির যৌথ উদ্যোগে ব্যবসায়িক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়া কালিহাতী মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন বণিক সমিতির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ব্যবসায়ীরা এই সভায় অংশ নেন।

সভায় বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন থেকে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও মজবুত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Don`t copy text!