ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শ্যামল বেপারী হত্যা মামলায় ন্যায় বিচারের দাবীতে-প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
admin
জানুয়ারি ৮, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলাম খান,স্থানীয় প্রতিনিধি

হাবিবুর রহমান শ্যামল বেপারী হত্যা মামলায় ন্যায় বিচারের দাবীতে- মুন্সীগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা সদরের শিলই ইউনিয়নের পূর্বরাখী সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় এ  সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুইডেন বিএনপির সাবেক সভাপতি ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মুনীর আহমেদ, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, ইতালী বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হিরা, ফ্রান্স বিএনপির ভারপ্রাপ্ত  সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইতালী তরিনো শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য শেখ মো. ইয়াছিন।

এছাড়া মাহবুব হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার  হরগঙ্গা কলেজের ছাত্রদলের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহারিয়ার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন আহমেদ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্যামল বেপারী হত্যায় দোশীদের ফাঁসি ও দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে। চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ামাদের যা করণীয় ন্যায় বিচারের জন্য আমরা তা করবো। স্বৈরাচার খুনি হাসিনাসহ সকল হত্যাকান্ডের বিচার হবে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে সকল হত্যাকান্ডের বিচার করা হবে। বিগত আমলে বিএনপির যে সকল পরিবার অত্যাচারের স্বীকার হয়েছে এ দেশে আর যেন এমনটা না ঘটে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১৪ জুন গভীর রাতে আওয়ামী সন্ত্রাসীরা ঘরের ভীতর প্রবেশ করে প্রবাসী হাবিবুর রহমান শ্যামলকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে, হাত পা ভেঙ্গে, গুলি করে হত্যা করে। হত্যা মামলার প্রধান আসামী শাহাদাত বেপারী গত ২০২৪ ডিসেম্বরে  ২২ তারিখ জামিনে আসে। #

০৮-০১-২০২৫

Don`t copy text!